Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে টর্নেডো: ফিলাডেলফিয়ায় বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি বাড়িঘর

যুক্তরাষ্ট্রে টর্নেডো: ফিলাডেলফিয়ায় বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি বাড়িঘর

ছবি: সংগৃহীত

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বিশাল এলাকা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অঙ্গরাজ্যটিতে দু’দফা তাণ্ডব চালায় টর্নেডো।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাকস কাউন্টি। ভেঙে গেছে বহু গাছপালা। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। আহত বেশ কয়েকজন। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। ফিলাডেলফিয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে ৮ হাজারের বেশি বাড়িঘর, অফিস।

জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, টর্নেডোর প্রভাবে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ওই অঞ্চলে। পেনসিলভানিয়া ও নিউ জার্সিতে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে জরুরি বিভাগ।

এনএনআর/

Exit mobile version