Site icon Jamuna Television

অলিম্পিকে আজ লড়বেন দুই বাংলাদেশি সাঁতারু

বামে সাঁতারু আরিফুল ইসলাম ও ডানে জুনাইনা আহমেদ।

টোকিও অলিম্পিকে আজ লড়বেন দুই বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টের হিটে লড়বেন এই দুই প্রতিযোগী।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮মিনিটে ৫০ মিটার ফ্রি স্টাইলে চার নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন আরিফুল ইসলাম। এর ২০ মিনিট পর একই ইভেন্টের জন্য পুলে নামবেন লন্ডনপ্রবাসী নারী সাঁতারু জুনাইনা আহমেদ। তিনি নামবেন তিন নম্বর হিটে এক নম্বর লেনে।

পুরুষ ৫০ মিটার ফ্রি-স্টাইলে হবে ১০ হিট আর নারী ইভেন্টে ১১ হিট। সেরা ১৬ টাইমিংধারী লড়বেন চূড়ান্ত পর্যায়ে। তবে অলিম্পিকে চূড়ান্ত পর্ব খেলার সম্ভাবনা কম এই দুই বাংলাদেশি সাঁতারুর।

ইউএইচ/

Exit mobile version