Site icon Jamuna Television

বাগেরহাটে ডোবা থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা (১০) নামে এক শিশুর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিশুটির মরদেহ তার বাড়ির অদূরে একটি ডোবায় পাওয়া যায়। নিহত লিমন দোনা গ্রামের ব্যবসায়ী ইমন মোল্লার ছেলে। সে স্থানীয় ৭০ নম্বর এপি কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে লিমনের পিতা ইমন মোল্লা বলেন, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। লিমন সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে নিজ বাড়ির পাশের ডোবায় হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। তারপর দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহত শিশুটির লাশ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করতে এলাকায় অভিযান শুরু হয়েছে।

ইউএইচ/

Exit mobile version