Site icon Jamuna Television

মেহের আফরোজ শাওন করোনায় আক্রান্ত

মেহের আফরোজ শাওন করোনায় আক্রান্ত

ছবি: গায়িকা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

মেহের আফরোজ শাওনের একটি মাত্র শব্দে শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী, বন্ধু ও স্বজনেরা। যদিও তিনি স্পষ্ট করে কিছুই জানাননি। বিষয়টি পরিষ্কার করা যাক। শুক্রবার সকালে নিজের ফেইসবুকে ‘পজেটিভ’ লেখেন এ গায়িকা, অভিনেত্রী ও নির্মাতা। করোনার এ সময়ে মোটামুটি সবাই ধরে নিয়েছেন শাওন ভাইরাসটিতে আক্রান্ত। এবং সেটাই স্বাভাবিক।

চার ঘণ্টার মাঝেই সেই পোস্টে চৌদ্দ হাজারের বেশি রিয়্যাক্ট জমা পড়ে। যার বেশির ভাগই ‘স্যাড’। পাশাপাশি মন্তব্য পড়েছে অনেক। যার বড় অংশে বলা হচ্ছে, তারা আশা করছেন শিগগিরই শাওন সেরে উঠবেন।

অনেক দিন অভিনয়ের দেখা না গেলেও সম্প্রতি গানে সরব হয়েছেন শাওন। কিছুদিন আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রকাশ করেছেন হাছন রাজার বিখ্যাত গান ‘নেশা লাগিল রে’। অবশ্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগে এর আগে একই জুটির আরেকটি গান সরিয়ে নেওয়া হয়।

এনএনআর/

Exit mobile version