Site icon Jamuna Television

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ

১৯৭১ সালের এই দিনে ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু সভাপতি আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন।

১৯৭০ সালের ৬ জুন রাতে ঢাকার নিউমার্কেট থেকে সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কায়েদে আযম হলে, যা এখন তিতুমীর হল। কামরুল আলম খান খসরুর হাতে আনা কাপড়টি তখনও পতাকা হয়ে ওঠেনি। ছাত্রনেতা শিবনারায়ণ দাশ নিপুণ হাতে লাল বৃত্তের মাঝে মানচিত্র এঁকে পতাকাটির নকশা চূড়ান্ত করেন।

এরপর ওই একই জাতীয় পতাকা ২৩ মার্চ ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাড়িতে উত্তোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল মেহেরপুরে বর্তমানে মুজিব নগরের আম্র কাননে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

১৯৭২ সালে পতাকার মাঝখানের মানচিত্রটি বাদ দিয়ে লালবৃত্ত সংযোজন করা হয় যা উদীয়মান সূর্যের প্রতীক, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের স্মৃতি বহন করে।

Exit mobile version