Site icon Jamuna Television

মৌসুম সেরা গোল মেহেদি তারেমির বাইসাইকেল কিক

চেলসির বিপক্ষে মেহেদি তারেমির করা বাইসাইকেল কিকের গোলটি উয়েফার মৌসুম সেরা গোল নির্বাচিত হয়েছে। ছবি: উয়েফা ডটকম

উয়েফা ২০২০-২১ মৌসুমের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে পোর্তোর ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমির করা গোলটি। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরে চেলসির বিপক্ষে বাইসাইকেল কিকে গোলটি করেন তিনি।

ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পান মেহেদি তারেমি। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাইয়ের মধ্যে উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সেরা ১০টি গোল বাছাই করা হয়। এরপর সেরা গোল নির্বাচনে উয়েফা ওয়েবসাইটে ভোট পড়ে ছয় লাখের বেশি। যেখানে ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই ইরানি ফুটবলার।

দ্বিতীয় সেরা হয়েছে ইউরোতে বেলজিয়ামের বিপক্ষে করা ইতালির লরেঞ্জো ইনসিনিয়ার গোল। আর ইউরোপা লিগে কেমার রফের করা গোল হয়েছে তৃতীয়।

Exit mobile version