Site icon Jamuna Television

মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন কারভাহালের

২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন দানি কারভাহাল। ছবি: রিয়াল মাদ্রিদ ডটকম

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন দানি কারভাহাল। নতুন চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কোস শিবিরে খেলবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে সবশেষ মৌসুমে ক্লাবটির হয়ে মাত্র ১৫ ম্যাচ খেলতে পেরেছেন কারভাহাল। খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও।

২০১৩ সালে কারভাহাল যোগ দেন মাদ্রিদের ক্লাবটিতে। এ সময়ে লস ব্ল্যাঙ্কোসের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ জিতেছেন ১৬টি মেজর শিরোপা। নতুন মৌসুমকে সামনে রেখে লুকা মডরিচ, লুকাস ভাসকেস ও নাচো ফার্নান্দেজের পর চতুর্থ ফুটবলার হিসেবে দানি কারভাহালের সাথে চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ।

Exit mobile version