Site icon Jamuna Television

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে আরও ১৭০ জন হাসপাতালে ভর্তি

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফাইল ছবি।

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধু ঢাকার হাসপাতালগুলোতেই ভর্তি হতে হয়েছেন ১৬৪ জন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৭৯ রোগী। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৪৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঘরে রাত-দিন মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Exit mobile version