Site icon Jamuna Television

হিট থেকে বাদ পড়লেন আরিফুল ও জুনাইনা

বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম (বামে) ও জুনাইনা আহমেদ। ছবি: সংগৃহীত

৫০ মিটার ফ্রি স্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিংয়েও টোকিও অলিম্পিকের হিট থেকে বাদ পড়েছেন সাঁতারু আরিফুল ইসলাম। মহিলাদের ৫০ মিটারের এই ইভেন্টে ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদও বাদ পড়েছেন হিটেই।

পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ৪ নম্বর হিটে অংশ নিয়ে আরিফুল ২৪ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হলেও চূড়ান্ত তালিকায় ৭৩ জন সাঁতারুর মাঝে তার অবস্থান ছিল ৫১তম। এই ইভেন্টের হিটে আরিফুলের চেয়ে ৩ দশমিক ৪২ সেকেন্ড কম সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল।

মহিলাদের একই ইভেন্টে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ড প্রবাসী জুনাইনা আহমেদ। ২৯ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে তিনি ৩ নম্বর হিটে অংশ নিয়ে হয়েছেন পঞ্চম। চূড়ান্ত তালিকায় ৮৩ জন সাঁতারুর মাঝে জুনাইনার অবস্থান ৬৮ নম্বরে।

Exit mobile version