Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় করোনায় ২১২ জনের প্রাণহানি

ছবি: প্রতীকী

গত ২৪ ঘণ্টায় ২১২ জনের প্রাণহানি হয়েছে করোনাভাইরাসে। একই সময়ে ১৩ হাজার ৮৬২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২০ হাজার ৪৬৭ জনের। একদিনে করোনা শনাক্তের হার ৩০.৭৭ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩ হাজার ৯৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ জন আর নারী ৯৩ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version