Site icon Jamuna Television

হেলেনা জাহাঙ্গীরকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার রাজধানীর পল্লবী থানায় মামলা।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে, আদালতে পুলিশের তরফ থেকে হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

রিমান্ডের আবেদনে পুলিশ অভিযোগ করেছে, সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে জানা গেছে যে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশ সরকার ও সরকারি নানা সংস্থার নামে কটূক্তি করতেন হেলেনা জাহাঙ্গীর। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণসহ মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা লিপ্ত আছেন তিনি।

আদালতে নিজেকে আওয়ামীলীগের কর্মী দাবি করে নিজেকে নির্দোষ দাবি করেন হেলেনা জাহাঙ্গীর।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, বেশ কিছু ছুরি, বিদেশি মুদ্রা, ক্যাসিনো খেলার সরঞ্জাম ইত্যাদি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Exit mobile version