Site icon Jamuna Television

‘মেসি ব্যালন ডি অর জিতলে সেটি হবে নোংরামি’

ছবি: ট্রাইবুনা

মেসি ব্যালন ডি অর জিতে গেলে সেটি হবে নোংরামি। এমনটাই বলেছেন ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ী বক্সার টনি ইয়োকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গত মৌসুমে লা লিগায় মেসি গোল করেছেন ২৯টি যার মধ্যে ২৪টি গোল করেছেন পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করা দলের বিপক্ষে। তাছাড়া মেসি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি গোল যার মধ্যে ৪টি গোল পেনাল্টি থেকে। শুধুমাত্র চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সাথে ৪টি গোল করায় মেসিকে যদি ব্যালন ডি অর দেয়া হয় তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডি অর।

টনি ইয়োকার এই আক্রমণাত্মক পোস্টে কিছু অসঙ্গতিও রয়েছে। যেমন, লা লিগার সবশেষ মৌসুমে মেসির গোল ২৯ নয়, ৩০টি। তাছাড়া ব্যালন ডি অর দেয়া হয় ক্যালেন্ডার ইয়ারে পারফরম্যান্সের উপর ভিত্তি করে, বিগত মৌসুমের অর্জনের ভিত্তিতে নয়। এছাড়াও ইতোমধ্যে ২০২১ সালেই মেসি গোলের দেখা পেয়েছেন ৩৩ বার। তবে টনি ইয়োকা এসব পরিসংখ্যানে প্রভাবিত হবেন, সে সম্ভাবনা খুবই কম।

Exit mobile version