Site icon Jamuna Television

অ্যাথলেট ভাইয়ের খেলা দেখে ঢাকায় সময় কাটছে মিচেল স্টার্কের

স্টার্ক ভ্রাতৃদ্বয়। একজন বাংলাদেশে টি-২০ সিরিজ খেলবেন, আরেকজন খেলছেন টোকিও অলিম্পিকে। ছবি: ক্রিকেট ডটকম অস্ট্রেলিয়া

ঢাকায় বসে কোয়ারেন্টাইনের সময়টা অ্যাথলেট ভাইয়ের খেলা দেখে কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার ভাই ব্রেন্ডন স্টার্ক অলিম্পিকে হাই জাম্পে অংশ নিয়েছেন।

ঢাকায় পৌঁছেই তিনদিনের কোয়ারেন্টাইনে আছে অস্ট্রেলিয়া দল। এই সময়টা ভাইয়ের খেলা দেখেই কাটাবেন বলে জানিয়েছেন স্টার্ক। ইনস্টাগ্রামের এক পোস্টে নিজেই জানিয়েছেন এমনটা।

হাই জাম্পের বাছাইপর্ব পার করে ফাইনালের অপেক্ষায় এখন ব্রেন্ডন। এই দুই ভাইকে নিয়ে পোস্ট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিও। মিচেল স্টার্ক আর ব্রেন্ডন স্টার্ক কী খেয়ে বড় হয়েছেন লিখে পোস্ট করেছে আইসিসি।

Exit mobile version