Site icon Jamuna Television

দুই সাঁতারুকে উৎসাহ দিতে গ্যালারিতে লাল-সবুজ পতাকা নিয়ে এক জাপানী

বাংলাদেশের জন্য চমকপ্রদ আয়োজন করেছেন তাকাহিরো তাগুচি (বামে)।

অলিম্পিকের হিটে বাদ পড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। তবে তাদের খেলা দেখতে চমকপ্রদ আয়োজন ছিল এক জাপানীর।

বাংলাদেশের দুই সাঁতারুকে উৎসাহ দিতে টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে বাংলাদেশের পতাকা নিয়ে আসন দখল করেছেন তাকাহিরো তাগোচি। এক সময় বাংলাদেশ সুইমিংয়ের কোচ ছিলেন তিনি। তাই এদেশের প্রতি তার বাড়তি টান রয়ে গেছে। বাংলাদেশ দলের সুইমিং কোচ নিবেদিতা দাস টোকিও যেতে দেরি হওয়ায় এই তাগোচিই আরিফুল-জুনাইনাদের অনুশীলন করিয়েছেন। সেই সাথে বাংলাদেশি সমর্থকদের জন্য পতাকা টাঙিয়ে আসনও দখল করে রেখেছিলেন।

Exit mobile version