Site icon Jamuna Television

ভারতে জুলাই মাসে ভারি বৃষ্টিপাত ও প্রবল বন্যায় ২৭০ জনের মৃত্যু

ভারতে ভারি বৃষ্টিপাত ও প্রবল বন্যা। ছবি: সংগৃহীত

জুলাই মাসে ভারি বৃষ্টিপাত ও প্রবল বন্যায় ২৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ভারতে। দেশটির ছয় রাজ্যে বাস্তুহারা হয়েছে প্রায় ১০ লাখ মানুষ।

শুক্রবার (৩০ জুলাই) ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। একইদিন হিমাচল প্রদেশে ভূমিধসে প্রাণ হারায় শিশুসহ কমপক্ষে ৭ জন। নিখোঁজ রয়েছে দুই শতাধিক মানুষ।

জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হিমাচল প্রদেশ। এরমাঝে কেরালায় ১০০’র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অর্ধ-শতাধিক। রাজ্যটিতে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে দু’লাখের মতো বাসিন্দা।

অন্যদিকে, কর্ণাটকে মৃত্যুসংখ্যা ৫৪। নিরাপদ জায়গায় সরানো হয়েছে ৭ লাখের মতো মানুষকে। আরেক রাজ্য মহারাষ্ট্রে বন্যা-ভূমিধসে প্রাণ গেছে ৪৮ জনের।

Exit mobile version