Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় করোনা শনাক্ত ২৬০, মৃত ৩

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় গেলো ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬০ জনের করোনা শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৮০ জনে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। জেলায় এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৩৯ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৬০২ জন।

এই ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ কাজ করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। সে সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছে তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে।

Exit mobile version