Site icon Jamuna Television

আফগানিস্তানে সরকার বিরোধী তুমুল লড়াইয়ে ক্ষতিগ্রস্ত জাতিসংঘ ভবন

হেরাতস্থ জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে নিরাপত্তা বাহিনী ও তালেবানের লড়াইয়ে।

হেরাত প্রদেশের দখল নিতে মরিয়া তালেবান। আফগান নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের কার্যালয় প্রাঙ্গন।

আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবানদের মধ্যে চলছে সহিংসতা। এরই ধারাবাহিকতায়, জ্বালিয়ে দেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর গাড়িবহর। ক্ষতিগ্রস্থ হয়েছে হেরাতস্থ জাতিসংঘের কার্যালয় কম্পাউন্ড।

এর মাঝেই গতকাল শুক্রবার (৩০ জুলাই) হামলা হয় জাতিসংঘের অফিসে, হামলায় প্রাণ হারান দফতরের এক নিরাপত্তারক্ষী। একে দুঃখজনক আখ্যা দিয়ে, কারা দোষী- সেটি নিশ্চিতে উভয়পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ লিয়নস।

এদিকে তালেবান মুখপাত্রের দাবি, দু’পক্ষের ক্রসফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘ দফতর। বর্তমানে সেটির অবস্থা আশঙ্কামুক্ত।

এদিকে, হামলাটিকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্যের দাবি তুলেছে আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন।

/এসএইচ

Exit mobile version