Site icon Jamuna Television

৫ আগস্টের আগে কাজে যোগ দিতে না পারলে চাকরি যাবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

৫ আগস্টের আগে কাজে যোগ দিতে না পারলে চাকরিতে কোন সমস্যা হবে না। এমন কথা জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ৫ আগস্টের আগে কাজে যোগ দিতে না পারলে চাকরিতে কোন সমস্যা হবে না। কোনো ছাঁটাই কিংবা কারও চাকরি যাওয়ার ভয় নাই।

তিনি আরও বলেন, যারা কর্মস্থলের আশেপাশে রয়েছে শুধুমাত্র তাদের নিয়ে শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আসতে পারবে না তাদেরকে ৫ আগস্টের পর একবারে নয় পর্যায়ক্রমে আনা হবে।

এদিকে, ১ আগস্ট থেকে শিল্পকারখানা খোলা রাখার খবরে ঢাকামুখী শ্রমিকের চাপ বেড়েছে ঢাকার প্রত্যেকটি প্রবেশমুখে। শ্রমিকরা বলছে, তারা চাকরি বাঁচাতে ভোগান্তি হলেও ফিরছেন ঢাকার কর্মস্থলে।

Exit mobile version