Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী

করোনায় আক্রান্ত হয়েছেন চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

করোনায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শনিবার দুপুরে তার ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ফারুকী নিজেই।

নিজের ভেরিভাইড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত স্ট্যাটাসটিতে ফারুকী লিখেন, কঠোরভাবে সব ধরনের সতর্কতা অবলম্বন করেও করোনা আক্রান্ত হয়েছি। সবাই নিজের যত্ন নিন, মনোবল হারাবেন না।

স্ট্যাটাসের মাধ্যমে করোনা আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছেন ফারুকী।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুলাই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

/এসএইচ

Exit mobile version