Site icon Jamuna Television

টাঙ্গাইলে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

টাঙ্গাইলের মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে লুৎফর রহমান।

শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) শিমুল গ্রামের মৃত মইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। আজ সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে মায়ের বিষয়ে জানতে চান। এ সময় বাবা কুদ্দুসের সাথে ছেলে লুৎফরের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে লুৎফর উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িত লুৎফরকে গ্রেফতার করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version