Site icon Jamuna Television

ইলিশা ফেরিঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল

অন্য ফেরিঘাটগুলোর মতো ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটেও দেখা গেছে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়।

ভোলা প্রতিনিধি:

আগামী ০১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দিচ্ছে সরকার। ফলে কঠোর বিধিনিষেধের মধ্যেই কর্মস্থলে ফিরতে হচ্ছে এই শিল্পে কর্মরতদের।

শিল্পকারখানা খুলে দেয়ার খবরে শনিবার (৩১ জুলাই) অন্য ফেরিঘাটগুলোর মতো ইলিশা-লক্ষ্মীপুর নৌরুটেও দেখা গেছে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। চাকরি বাঁচাতে ভোগান্তি মাথায় নিয়ে কর্মস্থলে ফিরছেন হাজার হাজার শ্রমিক।

এসব যাত্রীরা লক্ষ্মীপুর হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মস্থলে যোগ দেবেন। এদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ, যারা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় কাজ করেন।

এসময় কোস্টগার্ড, নৌ পুলিশ, ইলিশা ফাঁড়ির পুলিশ ঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা শতভাগ চেষ্টা করেছি কিন্তু যাত্রীদের চাপে সম্ভব হয়নি।

Exit mobile version