Site icon Jamuna Television

টিকটকার নারী ছিনতাইকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত টিকটকার হিসেবে। কিন্তু আসলে একজন নারী ছিনতাইকারী। টিকটকার এই ছিনতাইকারী চট্টগ্রামের প্রথম নারী ছিনতাইকারী হিসেবে পরিচিত ফারজানা বেগম।

শুক্রবার (৩০ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারজানা নাচগানে ফেসবুক মাতান। কিন্তু আড়ালে তিনি ছিনতাইকারী। স্বামী রুবেলের সাথে মিলেই অভিনব কৌশলে হাতিয়ে নেন পথচারীদের সর্বস্ব। এবার পুলিশের জালে ধরা পড়েছেন তিনি।

লাইকি ভিডিও নিয়েও বেশ সক্রিয় ৩০ বছর বয়সী এই নারী। তার ফলোয়ার হাজারেরও বেশি। তবে আড়ালে তার পেশা ভিন্ন। পুলিশের দাবি, ফারজানা চট্টগ্রাম শহরের প্রথম নারী ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে ৮টি মামলা।

পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে সব কীর্তিকলাপের তথ্য। কখনও সিএনজি অটোরিকশার পর্দা কেটে আবার কখনও যৌন হয়রানির অভিযোগ দিয়ে ফাঁদে ফেলে পথচারীদের সর্বস্ব কেড়ে নেন ফারজানা। এ কাজে দীক্ষা গুরু তার স্বামী রুবেল।

ইউএইচ/

Exit mobile version