Site icon Jamuna Television

পাকিস্তানে খেললে আর ভারতে ঢুকতে পারবেন না গিবস, বিসিসিআইয়ের হুমকি

সাবেক প্রোটিয়া ওপেনার হার্শেল গিবস। ছবি: সংগৃহীত

সাবেক দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় হার্শেল গিবস দাবি করেছেন, কাশ্মির প্রিমিয়ার লিগে তার খেলা আটকানোর জন্য হুমকি দিয়েছে বিসিসিআই। এ ছাড়াও গিবস যাতে পাকিস্তানের এই লিগে খেলতে না পারেন সেজন্য সম্ভাব্য সকল চেষ্টাই করছে তারা।

সাবেক প্রোটিয়া ওপেনার গিবস তার টুইটারে লিখেছেন, কাশ্মির প্রিমিয়ার লিগে আমার অংশগ্রহণ আটকানোর জন্য বিসিসিআই অহেতুকভাবে পাকিস্তানের সাথে তাদের বৈরী রাজনৈতিক সম্পর্ককে টেনে এনেছে। এছাড়া ক্রিকেট সম্পর্কিত কোনো কাজে ভারতে আমার প্রবেশাধিকার কেড়ে নেয়ার ব্যাপারেও হুমকি দিয়েছে বিসিসিআই। হাস্যকর!

গিবসের টুইট। ছবি: টুইটার

এর আগে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফও অনুরূপ অভিযোগ তোলেন।

প্রসঙ্গত, গিবসের সাথে তিলকরত্নে দিলশান, মন্টি পানেসার এবং আরও কয়েকজন সাবেক ক্রিকেটার কাশ্মির প্রিমিয়ার লিগে খেলার জন্য নির্বাচিত হন।

Exit mobile version