Site icon Jamuna Television

সফলভাবে শেষ হল ‘চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব

সফলভাবে শেষ হয়েছে ২০তম ‘চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস এবং সেন্টার ফর চাইনিজ-ফরেন ল্যাঙ্গুয়েজ কো-অপারেশন ও কনফুসিয়াস ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত ২০তম ‘চাইনিজ ব্রিজ’ শীর্ষক চাইনিজ ভাষা দক্ষতা প্রতিযোগিতাটির আয়োজন করে। যেখানে সহ-আয়োজক হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট।

উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এছাড়াও উপস্থিত ছিলেন মি. শি জিং উ, বেইজিং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক উ ইউন, বার্তা সংস্থা জিনহুয়ার প্রধান প্রতিবেদক ড. নাজমুস সাকিবসহ আরও অনেকে।

প্রতিযোগিতায় ৩ রাউন্ড শেষে প্রথম স্থান অধিকার করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরমা সুবহা মুস্তাফিজ। চাইনিজ ভাষায় দক্ষ পরমা ‘চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতার আন্তর্জাতিক ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Exit mobile version