Site icon Jamuna Television

পাবনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রতীকী ছবি।

পাবনা প্রতিনিধি:

পাবনায় নছিমন ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। জেলার আমিনপুর থানার পাবনা-কাশিনাথপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৩১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পাবনা থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এবং আরও দুইজন আহত হন। আহতদের একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

Exit mobile version