Site icon Jamuna Television

ইউরোপিয়ান ফুটবলে করোনায় ক্ষতি ২ লাখ কোটি টাকা

ছবি: সংগৃহীত

করোনার কারণে তিন মাস বন্ধ ছিল ইউরোপের ফুটবল। আর এই সময়ে ইউরোপিয়ান ফুটবল প্রায় ২২ বিলিয়ন ইউরোরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে ইউরোপিয়ান ফাইনান্স কোম্পানি ডেলোয়েট।

করোনার সময় ইউরোপের ফুটবল বন্ধ থাকায় বিশাল ক্ষতির মুখে পড়েছে ইউরোপিয়ান ফুটবলের বিভিন্ন বিভাগ। সব মিলিয়ে যা বাংলাদেশি টাকার হিসাবে প্রায় ২ লাখ কোটি টাকা। ২০০৮-৯ মৌসুমে বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর এবারই এত বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপিয়ান ফুটবল। ইংলিশ ক্লাবগুলোর রাজস্ব কমেছে প্রায় ১১ শতাংশ। ইউরোপিয়ান শীর্ষ লিগের আয়ও প্রায় ১১ শতাংশ কমেছে, যা টাকার মূল্যে ১৩ দশমিক ২ বিলিয়ন ইউরো। কিন্তু ডেলোয়েট কোম্পানির কর্মকর্তারা আশাবাদী ২০২১-২২ মৌসুমে এই বিশাল ক্ষতি অনেকটাই উতরে যাওয়া যাবে ।

Exit mobile version