Site icon Jamuna Television

ফ্রি ফায়ার খেলে মায়ের টাকা খরচ, কিশোরের আত্মহত্যা

প্রতীকী ছবি। ফাদার্লি ডট কম।

ফ্রি ফায়ার খেলতে গিয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার রুপি খরচ করে আত্মহত্যা করেছে ভারতীয় এক কিশোর। ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ১৩ বছরের ওই কিশোর মধ্যপ্রদেশের ছতরপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনার দিন হঠাৎ ওই কিশোরের মা দেখেন, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫শ রুপি কেটে নেয়া হয়েছে। ছেলের কাছে জানতে চাইলে সে বলে, ফ্রি ফায়ার খেলতে গিয়ে ওই টাকা খরচ করে ফেলেছে সে। পরে তার মা তাকে বকাঝকা করলে অভিমান করে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মৃত্যুর আগে ওই কিশোরের লেখা একটি চিরকুট পায় পুলিশ। চিরকুটে সে লিখেছে, বিভিন্ন সময় তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে মোট ৪০ হাজার টাকা খরচ করেছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। ওই কিশোরকে কেউ হুমকি দিয়ে টাকা নিয়ে নিয়েছে, নাকি সে নিজেই টাকাগুলো খরচ করেছে তা খতিয়ে দেখছে তারা।

আরও পড়ুন : ফ্রি ফায়ার নিয়ে দ্বন্দ্বে ছেলের বন্ধুর ছুরিকাঘাতে বাবা নিহত

Exit mobile version