Site icon Jamuna Television

‘অলৌকিক’ ক্ষমতাধর ‘টেরট বাবা’ গ্রেফতার

এবার জ্বীন ধরতে পারা রাদবি রেজা ওরফে ‘টেরট বাবা’কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে কথিত মুক্তা, আতর, পড়া পানির বোতলসহ প্রতারণায় ব্যবহৃত বেশ কিছু জিনিস জব্দ করা হয়।

সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিআইডি জানায় গ্রেপ্তার রাদবি রেজা ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ম্যাজিক দেখিয়ে প্রতারণা করে আসছিলো।

জ্বীন ধরাসহ অলৌকিক সব ক্ষমতার অধিকারী দাবি করে মানুষের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো। বেসরকারি রেডিও স্টেশন এবিসিতে কাজ করতেন তিনি। সেখানে রাদবি রেজা ভুতের গল্প শোনাতেন।

এবিসির চাকরি চলে গেলে তিনি নিজের বাসাতেই চেম্বার খুলে প্রতারণা চালিয়ে যেতে থাকেন। প্রতারণার অভিযোগে ২০১২ সালেও গ্রেফতার হয়েছিলেন তিনি।

Exit mobile version