Site icon Jamuna Television

কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি

নতুন করে ভারী বর্ষণ না হওয়ায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গতকাল থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে না। এতে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি, চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু ও সদর উপজেলার এক লাখ মানুষ পানিবন্দি।

বন্যার পানি কমলেও মাতামুহুরি ও বাকখালী নদীর ভাঙন বাড়ছে। ইতোমধ্যে শতাধিক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জেলা প্রশাসনের হিসেবে, পাহাড়ি ঢলে ৫২৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪ লাখের বেশি মানুষ ক্ষতির শিকার। দুর্গতদের জন্য শুকনো খাবার ও নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সমুদ্র তীরবর্তী এ জেলায় ৩ দিনে ভারি বর্ষণে পাহাড়ধস ও পানিতে ডুবে মারা গেছে ২১ জন।

Exit mobile version