Site icon Jamuna Television

ঝিনাইদহে ৯৯৯-এ কল করে যুবককে গাছ থেকে উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে গাছের ডালে আটকে পড়া তরিকুল ইসলাম (১৮) নামের এক যুবককে উদ্ধার করলো ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে উপজেলার কাগমারী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাগমারী গ্রামের পশ্চিমপাড়ার মাসুদ পারভেজের ছেলে তরিকুল গাছের পাতা পাড়তে মেহগনি গাছে উঠে। এসময় গাছের উপরই সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে এক যুবক উপরে উঠে রশি দিয়ে তরিকুলকে গাছের ডালে বেঁধে রাখে। পরে ৯৯৯ কল দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মই দিয়ে গাছে উঠে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে যুবকের শরীরে রশি বেঁধে বিশেষ ব্যবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

Exit mobile version