Site icon Jamuna Television

সদরঘাটে যাত্রী নিয়ে আসেনি দূরপাল্লার কোনো লঞ্চ

সদরঘাটে যাত্রী নিয়ে আসেনি দূরপাল্লার কোনো লঞ্চ।

রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে ঢাকামুখী কোনো লঞ্চ আসেনি। তবে সদরঘাট থেকে বরিশাল, ভোলা পটুয়াখালী ও চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাচ্ছে।

এদিকে, লঞ্চ চলাচল করলেও ঘাটে নেই যাত্রীদের চাপ। মূলত, লকডাউনে ঢাকায় আটকে পড়া ও বাড়িতে যাদের কাজ আছে তারাই লঞ্চ ছাড়ার এই সুযোগটি কাজে লাগিয়ে ঢাকা ছাড়তে সদরঘাটে আসছেন।

এদিকে, শ্রমজীবী বা পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে লকডাউন শিথিল করে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হলেও সদরঘাটে তাদের দেখা মেলেনি। তবে শ্রমজীবীদের নিয়ে দুয়েকটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

/এস এন

Exit mobile version