Site icon Jamuna Television

খুলেছে পোশাক কারখানা

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দেশের তৈরি পোশাক কারখানাগুলো।

সকাল থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারসহ বিভিন্নস্থানের শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন। কারখানায় ঢোকার মুখে প্রায় প্রতি কারখানাতেই ছিল সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা। এরপর তাপমাত্রা পরিমাপ করে ভেতরে ঢোকানো হয় শ্রমিকদের। কাজের সময়ও নিশ্চিত করা হচ্ছে নিরাপদ দূরত্ব। শ্রমিকরা যাতে মাস্ক ব্যবহার করেন, নিশ্চিত করা হচ্ছে তাও।

কর্মস্থলের সার্বিক পরিবেশ নিয়ে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। তবে শ্রমিকরা দাবি জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত যেন তাদের করোনার টিকা দেয়া হয়।

এনএনআর/

Exit mobile version