Site icon Jamuna Television

বিজেপি বিধায়ককে রাস্তার ময়লা পানিতে হাঁটালো আমজনতা

বিধায়ককে রাস্তায় জমে থাকা পানিতে হাঁটালো আমজনতা। ছবি: সংগৃহীত।

আগের নির্বাচনে জয়ের পর কোনো খোঁজ না থাকলেও আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে চার বছর পর আবার ভোট চাইতে নিজের আসনে এসেছিলেন বিজেপি বিধায়ক কমল সিং মালিক। বিধায়ক নির্বাচিত হয়েও এলাকার উন্নয়নে কোনো কাজ না করায় গ্রামবাসী জোর করে ওই বিধায়ককে রাস্তায় জমে থাকা পানিতে হাঁটালো।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। আমজনতার রোষানলে পড়া ওই বিধায়কের পানির মধ্যে হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পায়জামা পাঞ্জাবি পরা কমল সিং মালিককে হাত ধরে পানি জমে থাকা রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে গ্রামবাসী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই গ্রামবাসীদের অনেকেই সমর্থন জানিয়েছে। একজন লিখেছে, জনপ্রতিনিধিদের কাছে এ ভাবেই তাদের কাজের হিসেব চাওয়া উচিত।

উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা ভোট ২০২২ সালের শুরুতেই অনুষ্ঠিত হওয়ার কথা। তাই আগেভাগেই বিধায়করা নিজ নিজ আসনে প্রচার কাজ শুরু করেছে।

Exit mobile version