Site icon Jamuna Television

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আয়াক্স আমস্টারডামের তরুণ ফুটবলার নোয়া গেজার।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লাব আয়াক্স আমস্টারডামের তরুণ ফুটবলার নোয়া গেজার। আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১৮ সালে আয়াক্সে যোগ দিয়েছিলেন নোয়া গেজার। আলফেস বয়েজ থেকে তাকে দলে ভিড়িয়েছিলো ডাচ জায়ান্টরা। এই মৌসুমেই ক্লাবটি অনূর্ধ্ব ১৭ দলে খেলার কথা ছিলো ১৬ বছর বয়সী এই স্ট্রাইকারের। সম্ভাবনাময় এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে আয়াক্স।

তার স্বরণে আজ ক্লাব কমপ্লেক্সের পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সঙ্গে ১ মিনিট নিরবতা পালন করা হবে আয়াক্স ওয়ান ও আয়াক্স জংয়ের মধ্যকার ম্যাচে।

/এসএইচ

Exit mobile version