Site icon Jamuna Television

সরকারের ভুল নীতির কারণে দেশে করোনায় মৃত্যুহার বেড়েছে: জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

সরকারের ভুল নীতির কারণে দেশে করোনায় মৃত্যুহার বেড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১ আগস্ট) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা মোকাবেলা, শ্রমিক হয়রানি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনা নিয়ন্ত্রণে ভুল পথে হাঁটছে সরকার। পরিকল্পনাহীনতার কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন। লকডাউন নিয়ে যা হচ্ছে তা তুঘলকি কান্ড।

এ সময় তিনি সরকার আমলাদের সিদ্ধান্তে চলছে বলেও মন্তব্য করেন। পাশাপাশি ব্যবসায়ী ও আমলাদের গুরুত্ব না দিয়ে শ্রমিকদের গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তিনি।

/এস এন

Exit mobile version