Site icon Jamuna Television

বেনাপোলের পুটখালী সীমান্তে স্বর্ণসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ১০ পিচ স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এক স্বর্ণ চোরাকারবারী ভারতে পাচারের জন্য স্বর্ণের চালান নিয়ে পুটখালী সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিচ স্বর্ণের বার জব্দ করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Exit mobile version