Site icon Jamuna Television

বাসের চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টসকর্মীর মৃত্যু

প্রতীকী ছবি।

বগুড়া ব্যুরো:

জয়পুরহাট থেকে ঢাকায় যাবার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক গার্মেন্টস কর্মী।

রোববার (১ আগস্ট) বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি মোড়ে ঢাকাগামী বাসে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত গার্মেন্টসকর্মী আবু হাসানের বাড়ি জয়পুরহাটের পূর্ব কোরিয়া গ্রামে। তিনি ঢাকার মাওনা ফ্যাশন নামের একটি গার্মেন্টেসের অপারেটর হিসেবে কাজ করতেন।

সদর থানা পুলিশ জানায়, আবু হাসান কর্মস্থলে যোগদানের ঢাকার উদ্দেশে রওনা হন। মাটিডালি মোড় থেকে ঢাকাগামী ডলফিন পরিবহন বাস ছেড়ে যেতে দেখে তাতে দ্রুত ওঠার চেষ্টা করতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Exit mobile version