Site icon Jamuna Television

পেশায় ডাক্তার, প্রতারণা করেন ব্রিগেডিয়ার পরিচয়ে

ব্রিগেডিয়ারসহ নানা পরিচয়ে প্রতারণা চালিয়ে আসা ইশরাত রফিক ঈশিতা।

ব্রিগেডিয়ারসহ নানা পরিচয়ে প্রতারণা চালিয়ে আসা ইশরাত রফিক ঈশিতা নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।

কমান্ডার খন্দকার আল মইন বলেন, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে গ্রেফতার হওয়া ইশরাত রফিক ঈশিতা প্রতারণা চালাতেন। তিনি নিজেকে চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।

এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তাৎক্ষণিকভাবে জানান তিনি।

/এস এন

Exit mobile version