Site icon Jamuna Television

ভারতে আবার বাড়ছে সংক্রমণ

শনিবার ৪১ হাজার ৮শর কাছাকাছি করোনা পজেটিভ চিহ্নিত হয়েছে ভারতে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে কিছুদিন করোনা সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে থাকলেও আবারও সংক্রমণ বাড়ছে দেশটিতে।

শনিবার (৩১ জুলাই) ৪১ হাজার ৮শর কাছাকাছি করোনা পজেটিভ চিহ্নিত হয়েছে দেশটিতে। টানা ষষ্ঠ দিনের মতো ৪০ হাজারের ওপর নতুন সংক্রমণ ধরা পড়লো ভারতে। মৃত্যু হয়েছে প্রায় ৫শ’ জনের। গত কয়েকদিনের পরিস্থিতি বিবেচনায় করোনার থার্ড ওয়েভের আশঙ্কাও করছেন অনেকে।

এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি কেরালায়। টানা ৬ দিন ধরেই রাজ্যটিতে ২০ হাজারের ওপর করোনা পজেটিভ শনাক্ত হচ্ছে। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন চলছে সেখানে। উত্তরপ্রদেশেও চলছে কড়াকড়ি।

এমন পরিস্থিতিতে করোনার নতুন ওয়েভ মোকাবেলায় টিকা কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি। ভারতে এ পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে ৪৭ কোটি ডোজের বেশি।

সংক্রমণে বিশ্বের ২য় অবস্থানে থাকা ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৫৪ হাজারের ওপর। মৃত্যু ৪ লাখ ২৪ হাজারের বেশি।

Exit mobile version