Site icon Jamuna Television

শেষ মুহূর্তে নৌপথে ঢাকায় ফিরেছেন অসংখ্য কর্মজীবী মানুষ

সদরঘাটে যাত্রী নিয়ে ভিড়েছে লঞ্চ।

শেষ মুহূর্তে নৌপথে ঢাকায় ফিরেছেন অসংখ্য কর্মজীবী মানুষ। ভোর ছয়টা পর্যন্ত সময় বেধে দেয়া থাকলেও, এরপরেও অনেক লঞ্চ এসে ভেড়ে সদরঘাটে। এর বিপরীতে আটটি লঞ্চ সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

বেশিরভাগ লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের আভিযোগ পাওয়া গেছে। এতে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। এ নিয়ে প্রতিবাদ করায় বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে নৌ কর্মচারীদের সাথে।

যাত্রীদের অভিযোগ, হঠাৎ কারখানা খুলে দেয়ায় বিপাকে পড়তে হয়েছে তাদের। সময়মত সিদ্ধান্ত নিলে যাতায়াতে এমন ভোগান্তিতে পড়তে হতো না তাদের। পাশাপাশি বেশিরভাগ যাত্রীই অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ করেছেন।

/এস এন

Exit mobile version