Site icon Jamuna Television

ব্রাজিলে ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি বাতিলের দাবিতে র‍্যালি

ছবি: সংগৃহীত

ব্রাজিলে করোনা বিধিনিষেধ উপেক্ষা করে রাজপথে র‍্যালি করলো হাজার হাজার মানুষ। রোববার (২ আগস্ট) ‘সাও পাওলো’ ও ‘রিও ডি জেনিরোর’ র‍্যালিতে অংশ নেয় প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকেরা।

মূলত ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি বাতিলের দাবিতে তাদের এ সমাবেশ। আগামী নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের আহ্বানও তাদের।

এর আগে ২০১৪ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন বলসোনারো। বলেন স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ আবশ্যক। যদিও তার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ব্রাজিলের শীর্ষ নির্বাচন কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্টের এই দাবির প্রেক্ষিতেই এদিন রাস্তায় নামে সমর্থকেরা।করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচিত বলসোনারো। দাবি ওঠে তার পদত্যাগেরও।

এসব দাবির তোয়াক্কা না করে, এর আগে নিজেই অংশ নেন এক মোটরসাইকেল র‍্যালিতে।

Exit mobile version