Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে এসব ইউরোপগামীদের।

ভূমধ্যসাগরে ইঞ্জিন বিকল হওয়া নৌকায় ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১ আগস্ট) তাদের তিউনিসিয়া উপকূলে নিয়ে আসে দুটি জার্মান ও ফরাসি জাহাজ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, জার্মানির জাহাজ সি-ওয়াচ ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ১৪১ জনকে উদ্ধার করে। আর ফ্রান্সের জাহাজ ওশান ভাইকিং উদ্ধার করে বাকিদের। উদ্ধারকৃতরা বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক।

জানা গেচে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রীবহন করছিলো ওই নৌকাগুলো। তাদের গন্তব্যস্থল ছিলো ইউরোপ। কিন্তু, ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভাসছিলো কাঠের তৈরি ওই নৌকাগুলো।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত সাড়ে ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী অবৈধ পথে ইউরোপে প্রবেশ করেছেন৷ আর প্রাণ হারিয়েছেন হাজারের বেশি।

/এসএইচ

Exit mobile version