Site icon Jamuna Television

যারা টিকা নেয়নি তাদের মৃত্যুঝুঁকি ১০ গুণ বেশি: আইইডিসিআর

ছবি: সংগৃহীত

২ ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের তুলনায় যারা টিকা নেয়নি তাদের মৃত্যুঝুঁকি ১০ গুণ বেশি। দ্বৈবচয়নের ভিত্তিতে ৩০ ঊর্ধ্বে ১ হাজার ৩৩৪ জনের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছে আইইডিসিআর।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, টিকা না নেয়াদের মৃত্যুর হার ৩ শতাংশ; আর যারা দুই ডোজ সম্পন্ন করেছেন, তাদের মৃত্যুর হার মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। টিকা না নেয়া রোগীদের মধ্যে শ্বাস কষ্টজনিত জটিলতার হার ১১ শতাংশ। অন্যদিকে পূর্ণ ডোজ গ্রহণকারীদের মধ্যে এই হার ৪ শতাংশ। টিকা নেয়ার পরেও করোনায় আক্রান্ত ১০ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে টিকা না নেয়াদের মধ্যে এই হার ৩২ শতাংশ।

বিএসএমএমইউ পরিচালিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। চলতি বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ২০৯ জনকে নিয়ে এ গবেষণা করা হয়েছে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগ রয়েছে তাদের দেহেও একইরকমভাবে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে টিকা নেয়ার পর ৪২ শতাংশের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

ইউএইচ/

Exit mobile version