Site icon Jamuna Television

ওয়ানপ্লাস নর্ড ২: সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফ্ল্যাগশিপ কিলার

ছবি: সংগৃহীত

অবশেষে ভারতের বাজারে আসলো বিখ্যাত ফোন নির্মাতা ওয়ানপ্লাসের নতুন চমক ‘ওয়ানপ্লাস নর্ড ২ – ৫জি’। বাজারে আসার আগেই ফোনটি নিয়ে ওয়ানপ্লাস ভক্তদের মাঝে দেখা যায় উত্তেজনা। ধারনা ছিল বাজারে ফ্ল্যাগশিপ কিলার হবে ফোনটি, হলোও তাই।

২৬ জুলাই অ্যমাজনের মাধ্যমে ভারতে ও ইউরোপের বাজারে ফোনটি বিক্রি শুরু হয়। তিনটি কালারের ভ্যারিয়েন্টে বাজারে আসা ফোনটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের মডেলটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯ রূপিতে।

চলুন একনজরে দেখে নেয়া যায় ফোনটির ফিচারসমূহ।

১) ফোনটিতে বরাবরের মতোই অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অক্সিজেন ওএস। তবে থাকবে অ্যান্ড্রয়েডের ১১ তম ভার্সন। ওয়ানপ্লাস বলছে, এটি অন্তত আগামী দুই বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাবে। তাই নিঃসন্দেহে বলা যায় অ্যান্ড্রয়েড ১২ ও ১৩ দু’টি আপগ্রেডই পাবে এই ফোনটি।

২) আছে ‘ফাস্ট চার্জিং’ সুবিধা। ফোনটির সাথে দেয়া হবে ৬৫ ওয়াটের চার্জার। যা ৩০ মিনিটে ৪৫০০ এমএএইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ করার ক্ষমতা রাখে।

৩) ৬.৪২ ইঞ্চির অ্যমলয়েড ডিসপ্লেতে দেখা যাবে ২৪০০*১০৮০ ভিডিও। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ।

৪) ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সলের রিয়ার ক্যামেরা, যার মাধ্যমে ৩০ এফপিএসে ৪কে রেজ্যুলেশনের ভিডিও করা সম্ভব হবে। এ ছাড়়াও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ছাড়াও আছে ২ মেগাপিক্সেলের আরও একটা ক্যামেরা। ​ফ্রন্টে আছে ৩২ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা।

৫) প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ ভার্সনের ৫জি চিপসেট।

৬) ফোনটিতে রাখা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Exit mobile version