Site icon Jamuna Television

পাঁচ টাকা নিয়ে দ্বন্দ্বে যাত্রীর লাথিতে অটোরিকশা চালকের মৃত্যু

আশুলিয়া থানা।

সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় ভাড়া নিয়ে যাত্রী ও অটোরিকশা চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে যাত্রীর লাথিতে আলিম হোসেন (৪০) নামের একজন চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রী ফজলুল হককে (৩৫) আটক করেছে পুলিশ।

সোমবার (০২ আগস্ট) সকাল ৮ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ধনাইট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অটোরিকশা চালক আলিম হোসেন গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌঁছলে অটোরিকশা চালক আলিম হোসেনের সাথে পাঁচ টাকা বেশি ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল। এ সময় আলিম অটোরিকশার সাথে ধাক্কা খায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এস এন

Exit mobile version