Site icon Jamuna Television

ঢাকার প্রবেশমুখগুলো জনসমুদ্র

সারাদেশ থেকে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ।

ঢাকার প্রবেশমুখগুলোতে দিয়ে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে প্রবেশ করছেন। সারাদেশ থেকে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ।

দেখা গেছে, বিভাগীয় শহরগুলো থেকে কোনোভাবে আমিনবাজার পর্যন্ত এসে পায়ে হেঁটে সেতু পার হয়ে গাবতলী থেকে আবার রিকশা বা অটোতে গন্তব্যে যাচ্ছেন মানুষ। স্বাস্থবিধি, নিরাপদ দূরত্ব কোনোকিছুই মানা সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে।

আবদুল্লাহপুরের চিত্র আরও ভয়াবহ; সড়কজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মানুষ ঢুকছেন রাজধানীতে। অনেক ক্ষেত্রে বাসও চলাচল করতেও দেখা গেছে। কয়েকগুণ বেশি ভাড়া নিয়েও মানা হয়নি অর্ধেক যাত্রী পরিবহনের বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে নানান অজুহাত দেখাচ্ছেন যাত্রীরা।

অফিস খোলার কারণ দেখিয়ে বেশিরভাগ মানুষ রাজধানীতে প্রবেশ করছেন বলে জানা গেছে।

Exit mobile version