Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় দিনে ১৫ জনের মৃত্যু

ফেব্রুয়ারি মাসেই সড়ক দুর্ঘটনায় গড়ে দিনে ১৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩৬ জন। দিনে গড়ে ১৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে গত ফেব্রুয়ারি মাসে। বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার এই প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন মারা যান, যার মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৪৮ জন। আহত হয়েছেন ৯৯৫ জন যার মধ্যে নারী রয়েছে ৪৬ জন ও শিশু রয়েছে ১৯ জন। ফেব্রুয়ারি মাসে মোট ৩৭৩ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

 

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির (এনসিপিএসআরআর) এই সড়ক দুর্ঘটনার প্রতিবেদন ২২টি বাংলা ও ইংরেজি সংবাদপত্র ও আটটি নিউজ পোর্টাল এবং ৮ টা আঞ্চলিক সংবাদপত্রের তথ্য নিয়ে তৈরি করেছে বলে জানিয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয় ফেব্রুয়ারি মাসে রেলপথে ৩১টি দুর্ঘটনায় পাঁচ নারীসহ ২২ জন নিহত এবং এক নারীসহ ৮০ জন আহত হয়েছেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে নৌপথে ছয়টি দুর্ঘটনায় এক নারী ও তিন শিশুসহ সাতজনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

Exit mobile version