Site icon Jamuna Television

ভয়ে দেশে যেতে চান না বেলারুশের অ্যাথলেট

বেলারুশের অ্যাথলেট ক্রিস্টসিনা সিমানোসকায়া। ছবি: এনবিসি নিউজ

কোচিং স্টাফদের সমালোচনা করে বিপাকে পড়েছেন বেলারুশের অ্যাথলেট ক্রিস্টসিনা সিমানোসকায়া। তাকে জোর করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হলেও ভয়ে টোকিও ছাড়তে চাননি এই অ্যাথলেট।

ক্রিস্টসিনার অভিযোগ, কোচিং স্টাফদের ব্যাপারে কিছু অভিযোগ করার পর অলিম্পিকে খেলার সুযোগ না দিয়ে তাকে জোর করে দেশে পাঠানোর চেষ্টা হয়েছিল। গত রোববার (১ আগস্ট) তাকে দেশে ফেরত পাঠাতে জোরপূর্বক নেয়া হয়েছিল টোকিওর হ্যানেডা বিমানবন্দরে। সেখানে পুলিশের সহায়তা নেন ক্রিস্টসিনা। এরপর বিমানবন্দর থেকে ফেরত আনা হয় তাকে।

এ ঘটনার পর জাপানের আইনপ্রণেতা তাইগা ইশিকাওয়া বিমানবন্দরে গিয়েও ক্রিস্টসিনার সাথে দেখা করতে পারেননি। কারণ বেলারুশের অ্যাথলেট তার আগেই সেখান থেকে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে। জাপানের আইনপ্রণেতা এরপর ক্রিস্টসিনার অবস্থান জানতে চান পুলিশের কাছে। তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেনি পুলিশ। রয়টার্স জানিয়েছে, ক্রিস্টসিনাকে বিমানবন্দর ত্যাগ করতে কেউ দেখেনি।

তবে সোমবার (২ আগস্ট) ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে, ক্রিস্টসিনা সিমানোসকায়া তাদের কাছে নিরাপদে আছেন।

দেশে ফিরলে তার জীবন হুমকির মুখে পড়বে এমন আশঙ্কায় জার্মানি অথবা অস্ট্রিয়ায় আশ্রয় প্রার্থনা করেছেন বেলারুশের এই অ্যাথলেট।

Exit mobile version