Site icon Jamuna Television

সুপার কাপ লিলের, বিবর্ণ পিএসজি

লিলে এখন সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন। ছবি: ইএসপিএন

পিএসজি কে ১-০ গোলে হারিয়ে ফরাসি সুপার কাপ এর শিরোপা জিতলো লিলে। নেইমার-এমবাপেদের ছাড়া বিবর্ণ পিএসজির বিরুদ্ধে পর্তুগীজ মিডফিল্ডার শেকার গোলে সুপার কাপ নিশ্চিত করে ফরাসি লিগের চ্যাম্পিয়নরা।

তেল আবিবে হওয়া ম্যাচটিতে বল দখলে পিএসজি আধিপত্য দেখালেও আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি। বিপরীতে লিলের আট শটের চারটি ছিল লক্ষ্যে। বিরতির ঠিক আগে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন শেকা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে পরাস্ত হন কেইলর নাভাস, গোলের ঠিকানা খুঁজে পান পর্তুগিজ মিডফিল্ডার।

এরপর গোলের জন্য মরিয়া হয়েও গোলের দেখা পায়নি ফরাসি ক্লাবটি। ফলে ১-০ গোলে জিতেছে গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিলে। এই নিয়ে লিলের বিপক্ষে টানা দুই ম্যাচ হারল পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ড্র করার পর হেরেছিল ঘরের মাঠে। পরে লিলের কাছেই পিএসজি হারায় লিগ ওয়ানের মুকুট।

Exit mobile version