Site icon Jamuna Television

পুলিশ বাবাকে ক্যাপ্টেন কন্যার স্যালুট

স্টাফ করেসপন্ডেন্ট:

সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে যোগ দিয়ে বাড়িতে আসেন শাহনাজ। বাড়িতে এসে তার পুলিশ কর্মকর্তা বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাতে তাকে স্যালুট করেন ক্যাপ্টেন। আকস্মিক ঘটনায় আপ্লুত হয়ে যান বাবা এসআই আব্দুস সালাম। তিনিও তার ডাক্তার, ক্যাপ্টেন কন্যাকে স্যালুট করেন। আর অসাধারণ এই মুহূর্তটি পরিবারের একজন ক্যামেরাবন্দি করে আপলোড করেন ফেসবুকে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম রংপুরের গঙ্গাচড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর। আব্দুস সালামের তিন মেয়ের মধ্যে শাহনাজ বড়। রংপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর গতবছর ইন্টার্ন শেষ করে চলতি বছর সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে যোগদান করেন তিনি।

আবদুস সালাম জানান, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ আমার মেয়ে কৃতিত্বের সাথে শেষ করেছে। সেনাবাহিনীতে ক্যাপ্টেন হিসেবে যোগ দেয়ায় আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। তিনি মেয়ের সুন্দর কর্মজীবন এবং ব্যক্তিজীবনের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

Exit mobile version